আয়োজন - SJM POST

Breaking

Sunday, October 28, 2018

আয়োজন





আয়োজন

রণক্ষেত্র, ঐক্যবিধান গভীরে কি টানাটানি
তীব্রগম্ভীর বিশালত্ব কতটুকুই বা কি জানি!
মৃধু মেঘ, আস্ফালিত সাজানো তেরপাল
জোয়ারে জোয়ারে বিপ্রতীপ, ভাটায় টানে খাল!

চেনা তাপ, চক্ষুচড়ক ঘরোয়ানা আয়োজন
বুমেরাং বুমেরাং ফেটে উঠুক এই গগন!
আহাজারি শেষ কখন কল্পনাবিলাস শ্রম
আমি অধম কে উত্তম, গর্জুক চরম!

বিনাপাঠে বিদ্যালিপি ধূলিময় তাক
পিঠ চাপরায়ে ব্যথিত সূর, চকচকিয়ে অবাক!
শেষ তাল কয়কাল, রাত হারিয়ে ভয়ে
ওপাড়ে দাড়িয়ে অশ্রু গড়িয়ে ফল হবে কি বলে কয়ে!!

No comments:

Post a Comment