অন্ধকার - SJM POST

Breaking

Monday, January 1, 2018

অন্ধকার

অন্ধকার
অন্ধকার


অন্ধকার

কত মেঘ জমেছে অন্ধকারের ঐ দেয়ালে
মাড়িয়ে শিশির হাটছে যে কেউ বেখেয়ালে!
ঐ মনের কোনে বিষন্নতার একি আবেশ
তাকিয়ে থেকে অপূর্নতায় নেই যেন শেষ!!
ক্লান্ত তাকে দেখেই হাসে তোমার পাড়ায়
লুকিয়ে তবে আবার কবে পাশে দাঁড়ায়!
ভাবছ আবার সে কবেকার বাক্য ছড়ায়
না না! সেই তুমি নও, শুধু শুধু কথা বাড়ায়।
দূর থেকে সেই একই আলো কার ললাটের বিন্দু
আমি নিজের ধোকায়, খেই হারিয়ে আবার আসব কিন্তু!
নিজ বলে আর আপন কয়ে সংখ্যা অগনিত
কার হাতে তার শেষ লীলাগো সেকি আদোও জানত!

No comments:

Post a Comment