ভোর খেলা - SJM POST

Breaking

Friday, January 5, 2018

ভোর খেলা

ভোর খেলা

ভোর খেলা


নিশি তোর ভোর খেলা
কত শত জনমে আপন!
আমার পথের দিশা
ডানে বায়ে হেসে খেলে দিবানিশি দেখিছে স্বপন।
এদিকওদিক মিলায়ে রাশি
চক্রেবক্রে ছুটিয়া আসি!
আমি যেন কার...
যে দিল ঠাই, সহমতে কষাকষি!
উড়িয়া ভালবাসা আসে!
আমি অন্ধকার, আমি অন্ধকার।
পাতা ভাসিয়ে স্রোতে,সম্মান রাখিল হাতে
এ বাশির প্রথম সুরে শুরু নয় খেলা,
আমি নিশ্চিত আমার মরণ তাহাতে!

No comments:

Post a Comment