বৈপরীত্য - SJM POST

Breaking

Saturday, January 6, 2018

বৈপরীত্য

বৈপরীত্য

বৈপরীত্য



জীবনের কী বৈপরীত্য!
সরলে গড়লে কোথায় হারায় কার নৃত্য।
ভুপেন, আদা জল খেয়ে নামো
দৌড়াব কানের পিছে
ওপাড়েই যাব বড় হব, আরও কত কি মিছে!!
দেখনি সেদিন ভদ্দরলোক কামাচ্ছে দুহাতে
দাড়াও পেছনে,তুমিও পারবে সম্ভবত কাল হতে
কি সাফল্য! কি সাফল্য! চেঁচিয়েছ কতজন
আজ আর কাল বলে সবাইতো মহাজন।
আমি জানি কত কাঠি হেরেছে দিয়াশলাই এ
কত পায়ে মাইল বলে দেখিয়েছে দিশা
ওরে পাগলাটে ভাল করে দেখ পায়ের নিচে
মাটি নাকি সেটা শীশা!!!

No comments:

Post a Comment