অনলাইন এডভারটাইজিং কি? - SJM POST

Breaking

Wednesday, February 14, 2018

অনলাইন এডভারটাইজিং কি?



সহজ বাংলায় বলতে গেলে, কোন এড বা বিজ্ঞাপন অনলাইনে দেখানোকে অনলাইন এডভারটিজিং বলে।
এইবার আসুন, একটু ভিন্ন ভাষায় জানি—
একটা সময় ছিল, যখন মানুষ টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদির পিছনে অনেক সময় ব্যয় করত।কিন্তু এখন আর সেটা নেই।এখন মানুষ ইন্টারনেটে সবচেয়ে বেশি সময় ব্যয় করে।
বিভিন্ন ওয়েবসাইট,সোশ্যাল মিডিয়া সাইট, ইন্টারনেটে গেম খেলা, স্মার্ট টিভি এবং প্রচুর পরিমাণে ইন্টারনেট সার্চ মানুষকে দিন দিন ইন্টারনেট নির্ভর করে তুলছে।
যেহেতু মানুষ ইন্টারনেটেই বেশি সময় কাটাচ্ছে এবং বিভিন্ন প্রয়োজনে এটারই সহযোগিতা সবার আগে ভাবছে, তাই বিভিন্ন প্রোডাক্ট এর মালিকরা তাদের এড গুলো পুর্বের মত বিভিন্ন পুরাতন মিডিয়ায় না দেখিয়ে ইন্টারনেটের দিকেই বেশি ঝুঁকছে।

তাহলে বিষয়টা এই দাঁড়াল যে, কোন বিজ্ঞাপন যখন অনলাইনএ বিভিন্ন মাধ্যম এ প্রচার করা হয়, সেটাকে অনলাইন এডভারটাইজিং বলা হয়।

No comments:

Post a Comment