শুরতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে,আপনি আপনার
নিজের প্রয়োজন অথবা কোম্পানির প্রচারের জন্য ডিজিটাল মাধ্যম বেছে নিয়েছেন।
আমি আমার ব্লগ এর মাধ্যমে আপানকে একজন সঠিক ডিজিটাল
মার্কেটার হতে সর্বপ্রকার সহযোগিতা করার চেষ্টা করব। আশাকরি ডিজিটাল মার্কেটিং এর
সকল কৌশল এবং এর সঠিক প্রয়োগ আপনাদের দিতে পারব, যাতে আপনি এই পথে অনেক দূর যেতে
পারেন।
এইবার আসুন কাজের কথায়।
প্রথমেই জানতে হবে
ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় পাঁচটি মাধ্যম কি কি। দেখুন বর্তমানে ডিজিটাল
মার্কেটিং এর ব্যপক প্রসার এর কারনে আপনাকে এর সাথে তাল মিলিয়ে চলতে হলে নিয়মিত
আপডেট থাকা লাগবে। মার্কেটে বর্তমানে জনপ্রিয় যেকয়টি সিস্টেম চালু আছে সেগুলোর
সাথে পরিচয় থাকা লাগবে।
বর্তমানে জনপ্রিয় পাঁচটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি হল---
- SMM বা Social Media Marketing
- Display
- Search
- Site
- Digital CRM
No comments:
Post a Comment