Display Advertising - SJM POST

Breaking

Thursday, February 15, 2018

Display Advertising


ডিসপ্লে এডভারটাইজিং হল ইন্টারনেটের মাধ্যমে ভিজুয়াল বা দৃশ্যমান এডভারটাইজিং। ডিসপ্লে এডভারটাইজিং এর মধ্যে panorama বা পুর্ন দৃশ্য, ভিডিও এড, রিচ মিডিয়া, মোবাইল এডভারটাইজিং, ব্যানার এডভারটাইজিং, টেক্সট, ফ্ল্যাশ, অডিও ইত্যাদি অন্তর্ভুক্ত।

রিচ মিডিয়া হচ্ছে, এমন অনলাইন ব্যানার যেটাতে একজন ব্যবহারকারীর জন্য অনেক ধরনের ফাংশন বিদ্যমান থাকে।একটু সহজ করে বললে, একটি ইমেজ এ আমরা সাধারনত তেমন কিছুই করতে পারি না কিন্তু একটি রিচ মিডিয়া ইমেজ এ চাইলে একটি ভিডিও প্লে করা, সাউন্ড প্লে করা এমনকি গেম ও খেলার অপশন থাকে।


যেকোন ধরনের কাস্টমার এর সাথে ইন্টার‍্যাকশন এর সহজ এবং কার্যকরি উপায় হল ডিসপ্লে এডভারটাইজিং। ডিসপ্লে এডভারটাইজিং এর মার্কেটটি অনেক বড় এবং সম্ভাবনাময়। ডিসপ্লে এডভারটাইজিং এর কিছু সমস্যা ও আছে যেমনঃ ইউজার এর এড ব্লক সফটওয়ার এবং ইউজার এর জ্ঞাত অথবা অজ্ঞাতভাবে ব্যানার অথবা এড এর উপর বিরক্তি প্রকাশ!

No comments:

Post a Comment