সাইট এডভারটাইজিং এর মধ্যে একটি সাধারণ ওয়েবসাইট থেকে শুরু করে ইকমার্স/এমকমার্স, ডিজিটাল ল্যান্ডিং পেইজ এবং Campaign Landing পেইজ অন্তর্ভুক্ত। ডিজিটাল মার্কেটিং এ সাইট এডভারটাইজিং একটি গুরুত্বপূর্ন বিষয়। অনেকে একে ডিজিটাল ইকোসিস্টেম এর হার্ট বলে থাকেন।
সাইট এডভারটাইজিং এর তেমন কোন বড় ধরনের অসুবিধা নেই তবে এখানে অনেক কষ্ট করে ট্রাফিক আনতে হয়। এখনকার সময়ে মানুষ অনলাইনে পরিচিত জায়গা ছাড়া তেমন একটা ভিজিট করতে চায় না,সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যান্ড এর ওয়েবসাইট এ ট্রাফিক মুভ করানোটা রীতিমত একটা চ্যালেঞ্জ।
একটি ভাল এবং মানসম্মত ওয়েবসাইট আপনাকে এনে দিতে পারে হিউজ ট্র্যাফিক, তাই প্রথমে একটি মানসম্মত ওয়েবসাইট তৈরি করুন আপনার ব্যান্ড এর জন্য। অথবা আপনি তখনি একজন ভাল পাবলিশার হতে পারবেন যখন আপনার ওয়েবসাইটটিতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ভিজিট পাবেন।
No comments:
Post a Comment