সার্চ এডভারটাইজিং - SJM POST

Breaking

Monday, February 19, 2018

সার্চ এডভারটাইজিং

SEO এবং SEM এ দুইটি মিলিয়ে সার্চ এডভারটাইজিং বলা হয়ে থাকে। SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুলত Earned Search এবং SEM হল bought Search. একটি আর্ন করে নিতে হবে আরেকটি কিনে নিতে হয়।

সার্চ এডভারটাইজিং এবং সাইট এডভারটাইজিং একসাথে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
সার্চ এডভারটাইজিং এর একটি ভাল গুণ হল, এর মাধ্যমে আপনি যে কোন কাস্টমারকে সহজে আপনার কাস্টমার করতে পারেন, অথবা অন্যের কাস্টমারকে সহজে নিজের পণ্যের দিকে ঝুকাতে পারবেন। একজন কাস্টমার তখনি সার্চ ইঞ্জিন এর ব্যাবহার করে যখন সে Buying process এর অভ্যন্তের অনেক দূর চলে আসে। বিস্তারিত বুঝতে Buying process or Consumer Journey or Buyer Journey এই শব্দ গুলোর বিস্তারিত জেনে আসতে পারেন।

সার্চ এডভারটাইজিং এর তেমন কোন প্রতিবন্ধকতা নেই। তবে SEO এর ধাপ গুলো একটু কঠিন অন্য মার্কেটিং এর চেয়েও। তাছাড়া SEM করতে হলে তুলনামূলক ভাবে বেশি বাজেট নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। 

No comments:

Post a Comment