দেওয়ানী কার্যবিধি এক নজরে - SJM POST

Breaking

Sunday, March 4, 2018

দেওয়ানী কার্যবিধি এক নজরে


বর্তমান দেওয়ানী কার্যবিধির প্রকাশকাল হচ্ছে ২১শে মার্চ ১৯০৮ সালে যেটি প্রথম দেওয়ানী কার্যবিধি আইন হিসেবে জারী হয় ১৮৫৯ সালে।দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের ৫ নং আইন যা কার্যকর হয় ১লা জানুয়ারি ১৯০৯ সালে। ধরনের দিক থেকে আইনটি পদ্ধতিগত আইন তবে এটি মূল ও পদ্ধতিগত আইনের সমন্বয়।আইনটিতে মোট ধারা আছে ১৫৮ টি,মোট আদেশ ৫১ টি ও মোট তফসিল ০৫ টি।

No comments:

Post a Comment