ফৌজদারী কার্যবিধি-১৮৯৮
ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারে............(ধারা-৩২)
(১) ম্যাজিস্ট্রেটগণের আদালতসমূহ নিম্নলিখিত দণ্ড দিতে পারেন; যথাঃ
(ক)মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত
>>আইনে অনুমোদিত পরিমাণ নিঃসঙ্গ অবরোধসহ পাঁচ বছরের অনধিক কারাদণ্ড; দশ হাজার টাকার অনধিক জরিমানা; বেত্রাদণ্ড
(খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত
>>আইনে অনুমোদিত পরিমাণ নিঃসঙ্গ অবরোধসহ তিন বছরের অনধিক কারাদণ্ড; পাঁচ হাজার টাকার অনধিক জরিমানা।
(গ) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত
>>দুই বছরের অনধিক কারাদণ্ড; দুই হাজার টাকার অনধিক জরিমানা।
(২) যে কোন ম্যাজিস্ট্রেটের আদালত আইন দ্বারা যে সমস্ত দণ্ডদানের ক্ষমতা লাভ করেছেন, সে সমস্ত দণ্ডের মধ্যে একটির সাথে অপরটি যুক্ত করে যে কোন আইনসঙ্গত দণ্ড দিতে পারেন।
No comments:
Post a Comment