Digital Advertising হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে প্রডাক্ট এবং সেবার বিজ্ঞাপন দেওয়া। Digital Advertising এর সুবিধা হল কম সময়ে, কম খরচে অধিক নির্দিস্ট সংখ্যক মানুষের কাছে পোঁছানো। রেজাল্ট বিশ্লেষণ সহ অসংখ্য সুযোগসুবিধা রয়েছে।
একটি বিজ্ঞাপন কতবার দেখা হয়েছে তাকে বলা হয় ইম্প্রেশন। আর কতবার ক্লিক করা হয়েছে তাকে বলা হয় ক্লিক থ্রো। বিজ্ঞপনটিতে ক্লিক করলে সেটা একটি ওয়েবসাইট এ নিয়ে যায় যাকে বলা হয়ে থাকে ল্যন্ডিং পেইজ, ল্যন্ডিং পেইজ এ কোন একজন গ্রাহক যদি কোন একশন পারফর্ম করে যেমনঃ প্রডাক্ট কিনা, সাইন আপ কিংবা ভোট সেটাকে কনভার্সন বলা হয়ে থাকে।
একটি এড বা বিজ্ঞাপন অনেক ফরম্যাট এর হয়ে থাকে যেমন, ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি।
No comments:
Post a Comment