জীবন খেলা - SJM POST

Breaking

Wednesday, May 9, 2018

জীবন খেলা


জীবন খেলা(7 October 2017)
বিক্ষিপ্ত আশার অমসৃণ জেগে থাকা
নীরবতা এপাশ থেকে ওপাশ হয়,
সদ্যজাত রেখা কালেভদ্রে নজর হারায়!
আমি আবারো গতিপথ ভুলে যাই।
শব্দহীন পা ফেলি, জীবনপথ পেছনে পড়ে যায়
আবার ভাবি, নাহ! একটু গেলেইতো দৌড়ে পালাব
আমি আরেকবার হেরে যাই! কমে আসে দূরত্ব,
নিজপানে চেয়ে বিকট শব্দে হাসি।
কি গড়েছি, কি হারিয়েছি, সত্য মিথ্যের খেলা
দাকুমড়োয় জীবন-মরণ, শিকড়ে আস্থা
ভাসিয়েছি আবারো ভেলা, এই অবেলা!

No comments:

Post a Comment