অনলাইনে বিজ্ঞাপন সংক্রান্ত কিছু সাধারণ বিষয় - SJM POST

Breaking

Friday, May 18, 2018

অনলাইনে বিজ্ঞাপন সংক্রান্ত কিছু সাধারণ বিষয়

Some Basic Terms For Advertising Online
Some Basic Terms For Advertising Online 

অনলাইন এডভারটাইজিং মুলত ইন্টারনেট ব্যবহার করে কোন প্রডাক্ট বা সেবার বিজ্ঞাপন দেয়া বুঝায়। সুবিধা হিসেব করলে বলা যায় অফলাইন মার্কেটিং এর চেয়েও অনলাইনে এড দেওয়ার খরচ তুলনামূলক কম, সঠিক সময়ে সঠিক মানুষ এর কাছে পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয়া, বিজ্ঞাপন দেয়ার পর এর রেজাল্ট সম্পর্কে সঠিক তথ্য ইত্যাদি। 
কিছু কমন শব্দ সবারই জেনে রাখা ভাল এ ব্যাপারে যেমনঃ-
১. ইম্প্রেশন(Impression)
Impression হল একটি এড কত বার দেখা হয়েছে সেটা। যেমন একটি এড যদি ১০ বার দেখা হয় তাহলে তাহলে ১০ টি Impression হয়।
২. কনভার্সন(Conversions)
বিজ্ঞাপন থেকে ক্লিক করে যে পেইজ এ একজন গ্রাহককে নেয়া হয়, সেই পেইজ এ গ্রাহক যদি কোন নির্দিষ্ঠ কাজ সম্পাদন করে তাকে কনভার্সন(Conversions) বলা হয়।

৩. ক্লিক থ্রো (Click through)
ক্লিক থ্রো হচ্ছে একটি এড এর ক্লিক গুলো গণনা করা।

No comments:

Post a Comment