Online Advertising কিছু সিম্পল ধারণা জেনে নিন - SJM POST

Breaking

Friday, May 18, 2018

Online Advertising কিছু সিম্পল ধারণা জেনে নিন


বর্তমানে Online Advertising একটি জনপ্রিয় ব্যাপার। বাংলায় Online Advertising এর টার্ম খুব কম আছে অনলাইনে।এই পোষ্ট এ আমি কিছু ধারনা দেয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে অবশ্যই ব্লগ ফলো করে রাখতে পারেন।
Online Advertising কি এবং কেন করে তা আমি অন্য পোষ্ট এ শেয়ার করেছি, তাই এই পোষ্ট এ আমি শুধু Online Advertising সম্পর্কিত কিছু টার্ম আলোচনা করার চেষ্টা করব।
Online Advertising এ শুরুতে যে টার্ম জানতে হয় তা হল এড। এড কি?
এড হচ্ছে এডভারটাইজার এর সেই মেসেজ যেটা সে অনলাইনে তার টারগেটেড ওডিয়েন্স এর কাছে পৌঁছাতে চাচ্ছে। আরেকটু ভাল ধারণা পেতে এ ছোট পোষ্টটি দেখে আসুন।
লিংক:-
একটি ক্যাম্পেইন এ এক বা একাধিক এড থাকতে পারে।
ক্যাম্পেইন -- লাইন -- ক্রিয়েটিভ -- রিপোর্টিং
এ চার প্রধান বিষয় নিয়েই একটি এড এর জীবন শুরু এবং শেষ হয়ে থাকে।এ চার প্রধান বিষয়ের সাথে আরও অনেক কিছু জড়িত যেগুলো আমি ধাপে ধাপে বর্নণা করব।

No comments:

Post a Comment