সাধারণত Visual মিডিয়া ব্যবহার করে যখন কোন গল্প বলা হয় সেটাকে Visual narrative বলা হয়। এই স্টোরি বা গল্পগুলো সাধারণত কোন ইমেজ বা স্থির চিত্র, illustration, ভিডিও ব্যবহার করে বলা হয় যেমনটি আমরা বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পন্যের প্রচার করতে দেখি ইমেজ বা ভিডিও দিয়ে।
এই Visual narrative ব্যবহার করে আপনি চাইলেই অতি সহজে আপনার কাস্টমারকে আপনারা পণ্যের প্রতি আকৃষ্ট করতে পারেন। বর্তমানে Visual narrative অতি জনপ্রিয় একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি। আমরা জানি আমাদের ব্রেন এ যা ইনফরমেশন যায় তার ৯০% ই Visual
দেখা গেছে একটি ইউটিউব এর ভিডিও একটি আর্টিকেল এর চেয়েও ১২ টাইম বেশি শেয়ার হয় সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলোতে। অন্যদিকে একটি ইমেজ বা ছবি ২টাইম বেশি শেয়ার হয় একটি লিংক এর চেয়েও। তাহলে বুঝাই যায় Visual narrative কতটা জরুরী আপনার ব্যবসার প্রচার, নতুন নতুন কাস্টমার তৈরি এবং বেশি বিক্রি করার ক্ষেত্রে।
ইন্টারনেটে Visual narrative ব্যবহার করে আপনি সহজে , কম সময়ে এবং অনেক কম খরচে আপনার টার্গেটেড অডিয়েন্স এর কাছে পৌঁছে যেতে পারেন।
No comments:
Post a Comment